১। বাংলাদেশের সোনার ছেলে ভাষা শহীদের দল,
জীবন দিয়ে ছিনিয়ে আনলো বাংলা ভাষার ফল,
তাদের দানে আজকে আমরা মায়ের ভাষায় কথা বলি,
সেই সোনার ছেলেদের ত্যাগের কথা কেমন করে ভুলি !
২। রফিক, সালাম, বরকত, আরো হাজার বীর সন্তান,
করলো ভাষার মান রক্ষা বিলিয়ে আপন প্রান ,
যাদের রক্তে রাঙ্গানো একুশ ওরা যে অম্লান,
ধন্য আমার মাতৃভাষা ধন্য তাদের প্রান ।
৩। ফেব্রুয়ারি হলো বাংলা ভাষার মাস,
বাংলা আমার মাতৃভাষা মিটায় মনের আশ ।
৪। মনে পড়ে ৫২ এর কথা , মনে পড়ে একুশে ফেব্রুয়ারির কথা, যখন হারিয়েছি আমার ভাইদের, দিয়েছি রক্ত ভাষার জন্য ।
৫। রক্তের বিনিময়ে বাংলা আমার লক্ষ শহীদের দান,
তবুও কেনো ভাই তোমাদের বিদেশের প্রতি টান?
সকাল বেলা পান্তা খেলে বৈশাখের ঐ দিনে ,
বকালে আবার উঠলে মেতে ইংলিশ হিন্দি গানে।
৬। আজ একুশে ফেব্রুয়ারি, এই দিনে লক্ষ কোটি বাবা মা ভাই বোনদের রক্তের বিনিময়ে আমাদের এই সোনার বাংলা ভাষা । এই দিনটির অপেক্ষায় আমরা কোটি মানুষ লক্ষ ফুল হাজার তোড়া নিয়ে জানাই তাদের শুভেচ্ছা । আমরা তাদের কখনো ভুলবো না ।
৭। প্রান টা জুড়িয়ে যায় – যখন শুনি গ্রাম বাংলার গান । কি মধুর বাংলা গানের শুর । মন ভরে যায়, যখন প্রান খুলে কথা বলি মায়ের ভাষায় । গর্ভে বুকটা ভরে যায় , তাদের জন্য – যারা জীবন করেছে দান ভাষার জন্য ।
৮। মুক্ত বাংলা যুক্ত করো, সোনার বাংলা ধন্য করো, মুক্ত বাংলা সবার আছে, যুক্ত করা মোদের আশা, বাংলা ভাষা প্রানের ভাষা ।
৯। বাংলাদেশের সোনার ছেলে, ভাষা শহীদের দল ।
জীবন দিয়ে এনে দেবো বাংলা ভাষার ফল ।
তাদের দানে আজকে আমরা স্বাধীন ভাবে বাংলা বলি ।
সেই সোনাদের ত্যাগের কথা কেমন করে ভুলি ।
১০। রফিক, সালাম, বরকত আরো হাজার বীর সন্তান,
করলা ভাষার মান রক্ষা বিলিয়ে আপন প্রান,
যাদের রক্তে রাঙ্গানো একুশ ওরা যে মহান,
ধন্য আমার মাতৃ ভাষা ধন্য তাদের প্রান ।
১১। রক্তে কেনা বাংলা আমার লক্ষ শহীদের দান,
তবুও কেনো বন্ধু তোমার বিদেশের প্রতি টান?
সকাল বেলা পান্তা খেয়ে বৈশাখের ঐ দিনে ,
বিকালে আবার উঠছো মেতে ইংলিশ হিন্দি গানে।
১২। ফাল্গুন হলো বাংলা ভাষার মাস, বাংলা আমার মাতৃভাষা মেটাই মনে আঁশ ।
১৩। ভালোবাসার মাঝে কষ্ট আছে, ভালো থাকার মাঝে শান্তি আছে, দূরে থাকার মাঝে টান আছে, মনে রাখার মাঝে সান্ত্বনা আছে, তাই মনে রেখো… ২১… ফেব্রুয়ারী ।
১৪। যে ভাষার জন্য আমরা এতো হুন্নে , যে ভাষার জন্য এত রক্তপাত, যে ভাষা আমাদের করেছে মহান, সেই ভাষা শহীদ দের কে কি ভুলতে পারি … ?১১
১৫। মনে পড়ে ১৯৫২ এর কথা, মনে পড়ে একুশে ফেব্রুয়ারী এর কথা, যখন হারিয়েছি আমার ভাইদের, দিয়েছি রক্ত ভাষার জন্য ।