(Seo)Bounce Rate কি?বাউন্স রেট কিভাবে কমাবেন?
গুগল এ্যানালাইটিক্স এর একটি অন্যতম মেট্রিক হল বাউন্সরেট । বাউন্স এর সাথে বাউন্সরেট এর সম্পর্ক তাই বাউন্স বোঝার আগে বাউন্স কি? তা একটু বুঝে নেই।
যখন কোন ওয়েবসাইটে ভিজিটর প্রবেশ করে এবং সে ঐ সাইট এ থাকাকালীন সময়ে ওয়েবসাইটের সাথে কোনো প্রকার এনগেজমেন্ট এ যায় না অর্থাৎ, ভিজিটর অন্য কোনো বাটন এ ক্লিক করে না, অন্য কোনো পেজের লিংকে ক্লিক করে না, অন্য কোন মেনুতে ক্লিক করে না, অন্য কোনো পেজ ভিজিট না করেই সরাসরি ওয়েবসাইট থেকে বের হয়ে আসে।
তখন ভিজিটর এর জন্য গুগল এ্যানালাইটিক্স এর সার্ভার ঐ ভিজিটরের কাছ থেকে কোনো প্রকার ট্রিগার লাভ করে না। এটি ক্রিকেট এর বল বাউন্স এর মত হঠাৎ লাফিয়ে ওঠার মত, ভিজিটর এভাবে অল্প সময়ের জন্য কোন ওয়েবসাইটে ভিজিট করার ফলে গুগল এ্যানালাইটিক্স এ শুধুমাত্র একটি পেজ ভিজিট কাউন্ট হয়। এটিকেই বাউন্স (Bounce) বলে।
(Seo)Bounce Rate কি?বাউন্স রেট কিভাবে কমাবেন?
তাহলে বাউন্সরেট কি?
উদাহরণস্বরূপ, যদি 100 জন লোক হোমপেজে এ প্রবেশ করে এবং এই লোকগুলির মধ্যে 50 জন অন্য কোনও ওয়েবপেজ না দেখে চলে যায় তবে হোমপেজের বাউন্স রেট 50% হবে।
সুত্রটি হবে,
বাউন্সরেট = (১ টি পেজ ভিজিট করে বের হয়ে যাওয়া ভিজিটর এর সংখ্যা / ঐ পেজ এর মোট ভিজিটর সংখ্যা ) * ১০০
বাউন্সরেট = (৫০/১০০)*১০০ = ৫০%
অর্থাৎ ঐ ওয়েবসাইটের বাউন্স রেট ৫০%। নিচে বাউন্সরেটের একটি স্ক্রিনশট দেয়া হলো, যেটি কোন গুগল এনালিটিক্স টুল এর মাধ্যমে জানতে পারবেন।
স্টান্ডার্ড বাউন্স রেট কত % ?
এখন প্রশ্ন আসতে পারে তাহলে আমরা কি টার্গেটে কাজ করবো? আমাদের ওয়েবসাইটের বাউন্সরেটের স্টান্ডার্ড কিরকম হওয়া উচিত? ইন্ডাস্ট্রি ভেদে বাউন্সরেটের স্টান্ডার্ড বেশি কম হয়ে থাকে যেমন:
আমি মনে করি, যেকোনো ওয়েবসাইটের ক্ষেত্রে ৩০% বাউন্স রেট হওয়াটা সহনীয়। এমনকি ৪০-৫৫% বাউন্সরেট ও এভারেজ হিসেব আমার মনে হয়। তবে সাইটের বাউন্সরেট যদি ৬০% এর বেশি হয় তবে এটা চিন্তার বিষয় এবং ঐ ওয়েবসাইট নিয়ে তাহলে SEO এর কাজ করা উচিত।
ওয়েবসাইটের বাউন্স রেট কমানোর উপায়
আপনি যদি আপনার ওয়েবসাইট জনপ্রিয় করে তুলতে চান।
তাহলে আপনাকে অবশ্যই ওয়েবসাইট এর বাউন্স রেট কমাতে হবে। যার ফলে আপনার সাইটে বেশি পরিমাণের ট্রাফিক নিতে পারবেন।
এবং গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন আপনার সাইট দ্রুত রেঙ্কিং দেবে ভালো একটি পজিশনে।
তো চলুন জেনে নেওয়া যাক ওয়েবসাইটের বাউন্স রেট কমানোর সহজ উপায় গুলোঃ
(Seo) Bounce Rate কি? বাউন্স রেট কিভাবে কমাবেন?
(Seo) এসইও বিভিন্ন ট্যাগের ব্যবহার।
ইন্টারনাল লিংক
আপনার ওয়েবসাইটে যদি অতিরিক্ত ভাবে বাউন্স রেট থাকে। তাহলে আপনাকে অবশ্যই ওয়েবসাইট এর কনটেন্ট গুলোতে ইন্টারনাল লিংক তৈরি করতে হবে।
ওয়েবসাইট এর বাউন্স রেট কমানোর জন্য ইন্টারনাল লিংক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পেজ লোডিং টাইম
ওয়েবসাইট পেজের লোডিং টাইম কমানোর জন্য আপনাকে অবশ্যই ভালো হোস্টিং ব্যবহার করতে হবে।
আপনার ওয়েবসাইট এর পেজ লোডিং টাইম যদি 5 সেকেন্ড হয় তাহলে আপনার ওয়েবসাইটে ভিজিটর দের এনগেজমেন্ট অনেক ভালো হবে।
অতিরিক্ত ভাবে এড ব্যবহার
বর্তমান সময়ে অনেক ব্লগার আছে। যারা তাদের ওয়েবসাইট এর আর্টিকেল গুলোতে অপ্রয়োজনীয় ভাবে এড যুক্ত করে রাখে।
আমরা জানি কোন ভিজিটর ওয়েবসাইট এর এড দেখার জন্য প্রবেশ করে না। তারা মূলত তাদের প্রয়োজনীয় আর্টিকেল পড়ার উদ্দেশ্যে ওয়েবসাইটে প্রবেশ করে।
কোন পেজে যদি অতিরিক্ত এড থাকে। তাহলে ভিজিটর অনেক বেশি বিরক্ত হয়। তাই আপনার সাইটে যে সকল এলোমেলো এড রয়েছে সেগুলো বন্ধ করে দিতে হবে।
কনটেন্ট লেখার বিষয়ে সতর্কতা
আপনি যখন কোন সাইটে আর্টিকেল/ কনটেন্ট লিখবেন। তখন আপনার লেখা অনেক সহজ হয়। ভিজিটর আপনার কনটেন্ট পড়ে যাতে সঠিক তথ্য পেতে পারে।
এর পাশাপাশি আপনার সাইট এর নিশ অনুযায়ী কনটেন্ট লিখার চেষ্টা করতে হবে। যেমন-
আপনার সাইট হলো টেকনোলজি বিষয়ে। এখানে আপনি যদি শিক্ষা বিষয়ে আর্টিকেল লিখেন তাহলে বাউন্স রেট বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।